শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে যে, যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, তখন যোগমায়া তাদের স্থান পরিবর্তনের পরিকল্পনা করেন। বসুদেব এবং দেবকীর অষ্টম সন্তান জন্মানোর পর, বসুদেব তাকে মথুরা থেকে গোকুলে নন্দ এবং যশোদার কাছে নিয়ে যান এবং যশোদার সদ্যজাত কন্যাকে মথুরাতে ফিরিয়ে আনেন। যোগমায়া দেবীর মাধ্যমে, সেই কন্যাটি কংসের হাত থেকে রক্ষা পান। কংস যখন সেই কন্যাকে হত্যা করার চেষ্টা করেন, তখন যোগমায়া দেবী নিজের শক্তি প্রকাশ করেন এবং কংসকে সতর্ক করে বলেন যে, তার মৃত্যুর কারণ মথুরার বাইরে জন্মেছে এবং সে তাকে আর কিছুতেই রক্ষা করতে পারবে না। এই কথাটি শোনার পর, কংস আরও ভীত হয়ে পড়েন এবং মথুরার সমস্ত শিশুদের হত্যা করার আদেশ দেন। এই ঘটনার মাধ্যমে, যোগমায়া কংসকে সতর্ক করেন এবং তাকে ভগবান শ্রীকৃষ্ণের ভবিষ্যৎ সম্পর্কে অবহিত করেন। আমি আশা করি, এই সংক্ষিপ্তসারটি আপনার কাজে লাগবে। আরো কিছু জানতে চাইলে, আমাকে জানানজানানজানানজানান