আপনি হয়তো ক্রিস্টমাস পালন করেন না, কিন্তু আপনি লক্ষ্য করলেন কেউ একজন ডিসেম্বর মাসে সার্ফবোর্ডে দাঁড়িয়ে সান্তার পোশাক পরে আছে আর এতে আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে যে এখানে কি হচ্ছে। অস্ট্রেলিয়ানরা ইউরোপের ক্রিস্টমাস পালনের ঐতিহ্যকে গ্রহণ করেছে, কিন্তু নিজেরাও কিছু সৃষ্টি করেছে। ভালো খবর হচ্ছে অস্ট্রেলিয়াতে নানাভাবে ক্রিস্টমাস পালন করা হয়ে থাকে।