স্বাগতম সবাই। আমি জামান, ওয়েব ডেভেলপ করছি ২০১৫ সাল থেকে।
বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে স্থিতু হয়েছি অস্ট্রেলিয়াতে। এই যাত্রায় কাজ করেছি বিভিন্ন কোম্পানিতে, পদবীতে এবং বিভিন্নরকম technical tools নিয়ে।
আমার এই পডকাস্টে web এবং computer technology নিয়ে আলোচনা করবো। আলোচনার বিষয়বস্তু হিসেবে আরও থাকবে, কর্মক্ষেত্রে বিভিন্ন দক্ষতার প্রয়োগ ও প্রয়োজনীয়তা।
আরও চেষ্টা করবো, যারা ইতিমধ্যে কর্মক্ষেত্রে আছেন তাদের মতামত এবং অভিজ্ঞতাকে তুলে ধরতে।
তাহলে আর দেরি নয়, সাবসক্রাইব বা ফলো করুন চ্যনেলটিকে। ভালো থাকুন এবং বিদায়।